স্লেজ গাড়ির বিশ্বরেকর্ড!

Looks like you've blocked notifications!

বরফের দেশে বাস করা মানুষের যাতায়াতের ব্যবস্থা আমাদের মতো এত সহজ নয়। আর্কটিক অঞ্চলে বাস করা লোকদের আমরা এস্কিমো নামে চিনি। এই এস্কিমোদের যাতায়াতের অন্যতম বাহন হচ্ছে স্লেজ গাড়ি। স্লেজ গাড়ি বরফে চলার জন্য বিশেষভাবে তৈরি একপ্রকার গাড়ি যা টেনে নিয়ে যায় প্রশিক্ষিত কুকুর, গাড়িতে যাত্রী থাকে দু-একজন। যাত্রী পেছনে বসে গাড়ি নিয়ন্ত্রণ করে, বরফের ওপর দিয়ে গাড়ি ঘোড়ার গাড়ির মতো চলতে থাকে।

এবার এই স্লেজ গাড়ি দিয়েই বিশ্বরেকর্ড করে ফেললেন একদল লোক। ইউরোপের দেশ অস্ট্রিয়ার স্কি রিসোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ৫০৮ জন মানুষ। এরা সবাই মিলে চড়ে বসেছিলেন একটি মাত্র স্লেজ গাড়িতে! ভয় পাওয়ার কারণ নেই, এট স্লেজ টানার জন্য কোনো কুকুর ছিল না, কুকুর দিয়ে এটা টানা সম্ভবও নয়। এই স্লেজ গাড়িটি রেকর্ড করার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছিল। শুধু সবচেয়ে বেশি মানুষ নয়, সবচেয়ে দীর্ঘ স্লেজের রেকর্ডও গড়েছেন তাঁরা। এই আয়োজনটির দায়িত্বে ছিল ব্রামবার্গ টুরিস্ট অফিস এবং ওয়াল্ডকোজেল মাউনটেইন রেলওয়েস। খবরটি জানা গেছে ইউপিআই থেকে।