প্রথম শ্রেণির গণিত, পারছেন না গণিতবিদরাও!
‘আরে দূর, এ তো বাচ্চাদের অঙ্ক, একদম সোজা হিসাব।’ এমন কথা আর ভুলেও বলবেন না। বাচ্চাদের অঙ্ক যতটা সোজা ভেবেছেন এতদিন, ততটা সোজা নয় কিন্তু। চায়নিজম্যাকের খবরে পাওয়া গেল একটি প্রথম শ্রেণির শিশুদের অঙ্ক। বড় বড় ডিগ্রিওয়ালা পর্যন্ত হিমশিম খেয়ে গেছেন উত্তর মেলাতে গিয়ে।
ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি পার্কিং লেনে রয়েছে। লক্ষ করলে দেখতে পাবেন, প্রতিটি লেনেরই একটি নম্বর রয়েছে। শুধু যে লেনে গাড়ি রয়েছে, তার নম্বরটি দেখা যাচ্ছে না। বলতে হবে, এই লেনের নম্বর কত?
জেনে রাখুন, এই প্রশ্নটি হংকংয়ের একটি এলিমেন্টারি স্কুলে ছয় বছরের শিশুদের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন। সঙ্গে এও জেনে রাখতে পারেন, রীতিমতো পিএইচডিধারী লোকজনও এ প্রশ্নের উত্তর খুঁজে পাননি।
আপনি পারবেন কি? একবার চেষ্টা করে দেখুন। ক্লাস ওয়ানের বাচ্চাদের অঙ্ক, পারতেও তো পারেন! না পারলে তো উত্তরের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।