মানবদেহের খুঁটিনাটি

Looks like you've blocked notifications!

জটিল ও বিস্ময়কর গঠনের মানবদেহ। গঠনের মতো এর মধ্যকার কার্যক্রমও বেশ জটিল। পাকস্থলী, হৃদপিণ্ড, হাড়, চোখ, মস্তিষ্ক, ত্বক, পেশি, মেরুদণ্ড, চোখ, কানসহ মানুষের কত শত অঙ্গ। শরীরের ভিতর ও বাইরের এসব অঙ্গে প্রতিদিন লাখো কাজ সম্পন্ন হয়। বই পড়ার শুরু থেকেই আমরা শরীরের বিভিন্ন অঙ্গের নাম ও এর কাজকর্ম সম্পর্কে শিখি। নিজের দেহ সম্পর্কে কতটা জান পরীক্ষা হয়ে যাক। এখানে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ ও কাজ সম্পর্কে ২০টি প্রশ্ন দেওয়া হলো। পরে এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

১. মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কী?

২. মানুষের চোখের মধ্যে থাকা রঙিন অংশ যা কতটা আলো চোখে প্রবেশ করবে সেটি নিয়ন্ত্রণ করে— এর নাম কী?  

৩. মানুষের ত্বক ও চুলের রং নির্ধারণকারী পদার্থের নাম কী?

৪. শরীরে থাইয়ের সামনের দিকে থাকা পেশিকে কী বলা হয়?

৫. সত্য না কি মিথ্যা বলো— হৃদপিণ্ডের নিচের দিকে থাকা দুটি প্রকোষ্টকে নিয়ল বলে।

৬. নখ কী পদার্থ দিয়ে তৈরি?

৭. মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ কী?

৮. হাড়ের অভ্যন্তরে থাকা পদার্থটির নাম কী?  

৯. সত্য না কি মিথ্যা বলো— প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ৫০০-এর বেশি হাড় থাকে।

১০. মানুষের দেহে ফুসফুস কয়টি?

১১. মানুষের কণ্ঠনালির আরেক নাম কী?

১২. নাকের দুই ফুঁটোকে কী বলে?

১৩. বিশেষ গঠনের কোষের কারণে জিহ্বার মাধ্যমে মানুষ টক, মিষ্টি, তিক্ততা ও লবণাক্ততা বুঝতে পারে। বিশেষ গঠনের এই কোষের নাম কী?

১৪. যে হাড়ে মেরুদণ্ড তৈরি হয় তাকে কী বলে?

১৫. ডিএনএ-এর বিশেষ আকৃতিকে কী বলে?

১৬. হৃদপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে যাওয়াকে কী বলে?

১৭. হৃদপিণ্ডসহ বুকের মধ্যে থাকা অঙ্গগুলোকে যে হাড়সমষ্টি রক্ষা করে তাকে কী বলে?

১৮. লম্বা পাইপের মতো অঙ্গ যা গলা থেকে পাকস্থলীতে খাবার বয়ে নেয় তাকে কী বলে?

১৯. সত্য না কি মিথ্যা বলো— ভারসাম্য রাখতে কান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০. মানুষের ত্বকের বাইরের অংশকে কী বলে?

উত্তর
১. সেরেব্রাম। ২. আইরিস। ৩. মেলালিন। ৪. কোয়ার্ডরিসেপস। ৫. সত্য
৬. ক্যারোটিন। ৭. ত্বক। ৮. বোন ম্যারো। ৯. মিথ্যা (২০৬ টি)। ১০. ২টি।
১১. ল্যারিংস। ১২. নাসারন্দ্র। ১৩. স্বাদ গ্রন্থি। ১৪. ভার্টেবরে।  
১৫. ডাবল হেলিক্স।  ১৬. রক্তসংবহন। ১৭. পাঁজর। ১৮.  অন্ননালি।  
১৯. সত্য। ২০. এপিডার্মিস।

প্রশ্নগুলো নিউজিল্যান্ডের সায়েন্স কিডস ওয়েবসাইট থেকে নেওয়া।