কমলালেবুর কত কথা!

Looks like you've blocked notifications!
কমলালেবু বেশি হয় ব্রাজিলে। ছবি : আভিভাল্যাবস

কমলালেবু একটি মজার ফল। জ্বর হলে এটি খেলে খুব উপকার, আবার কমলালেবুর জুস খেতেও কিন্তু বেশ মজা। অনেক ধরনের অরেঞ্জ ড্রিংক বাজারে পাওয়া যায়, তবে এগুলোর চেয়ে বাসায় বানানো জুস খাওয়াই কিন্তু বেশ ভালো আর মজার। সায়েন্সকিডসে কমলালেবু নিয়ে বেশ কিছু জেনে রাখার মতো তথ্য রয়েছে।

১. কমলালেবু সাইট্রাস জাতীয় ফল, এটি পমেলো ও ম্যান্ডারিনের মিশ্রণে তৈরি!

২. প্রাচীন যুগ থেকে উৎপন্ন হচ্ছে কমলালেবু, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর উৎপত্তি।

৩. পৃথিবীর সবচেয়ে বেশি কমলালেবু উৎপন্ন হয় ব্রাজিলে। ২০১০ সালের হিসাবে পৃথিবীর এক-তৃতীয়াংশ কমলালেবু হয় ব্রাজিলে।

৪. আমেরিকায়ও অনেক কমলালেবু হয়। ক্যালিফোর্নিয়া আর ফ্লোরিডায় অনেক কমলালেবু হয়।

৫. পৃথিবীতে যত কমলালেবু হয়, তার ৮৫ শতাংশই জুস তৈরিতে ব্যবহৃত হয়।

৬. কমলালেবুর আচারের নাম হচ্ছে মারমালেড।

৭. ভিটামিন-সি’র জন্য সেরা একটি ফল হলো কমললেবু।

৮. বন্য পরিবেশে কমলালেবু তেমন একটা জন্মায় না।

৯. ধারণা করা হয়, আমেরিকায় কমলালেবুর বীজ নিয়ে এসেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। সেই ১৪৯৩ সালের কথা।

১০. পৃথিবীজোড়া কমলালেবুর প্রজাতি রয়েছে ছয়শর বেশি!