কর্তব্যপরায়ণ কুকুরের কাণ্ড!

Looks like you've blocked notifications!

কুকুর বুদ্ধিমান, চতুর, কর্তব্যপরায়ণ, প্রভুভক্ত ইত্যাদি বিশেষণে পরিচিত। এসব তকমা এমনি এমনি পায়নি কুকুর, পেয়েছে তার কাজের জন্যই। উদাহরণ হিসেবে বলা যাক কয়েক দিন আগে থাইল্যান্ডের রাস্তায় ভিডিও হওয়া একটি কুকুরের কর্তব্যপরায়ণতার কথাই।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল অনলাইনে সম্প্রতি প্রকাশিত এক খবরে জানা যায় এই প্রভুভক্ত কুকুরের মজার কাণ্ডের কথা। থাইল্যান্ডের এক রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীর করা একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, একজন লোক মোটরবাইক চালিয়ে যাচ্ছেন, তার পেছনে একজন যাত্রী। তবে সেই যাত্রী কোনো মানুষ নয়, একটি কুকুর। কুকুরটি শুধু বসেই নেই, সামনের দুই পা দিয়ে মালিকের কাঁধে জাপটে ধরে বসে মুখ দিয়ে ধরে আছে মালিকের ছাতা! কর্তব্যপরায়ণতা কাকে বলে!
ভিডিওগ্রহীতা লিখেছেন, ‘আমি বাইক চালিয়ে যখন কুকুরটিকে পার হয়ে যাচ্ছিলাম, ভালো লাগছিল খুব। কুকুরটি সত্যি অনেক মজার, বুদ্ধিমান এবং কর্তব্যপরায়ণ ছিল।’