জাপানি ফার্স্ট লেডির মৌচাষ!

Looks like you've blocked notifications!

জাপানের ফার্স্ট লেডি আকিই আবে, কেমন হতে পারে তাঁর জীবনযাত্রা? ভেবে দেখো, জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী বলে কথা! তাঁকে সব সময় হওয়ার কথা এক কেতাদুরস্ত মহিলা। কিন্তু তিনি তা নন। ইতিহাসে অনেক রাষ্ট্রনায়ক কিংবা তাঁদের স্ত্রীদের বাসায় হাতের কাজ করার কথা তোমরা শুনেছ, এমনকি এর মাধ্যমে কেউ কেউ জীবিকা নির্বাহ করত, আবার কেউ করত একান্ত শখের বশে।

এ রকম একটি শখের চর্চা করেন জাপানের ফার্স্ট লেডি, আর তা হচ্ছে মৌচাষ। বিষয়টি নিশ্চয়ই কৌতূহলের? স্বামীকে অনেক ভালোবাসেন তিনি, পছন্দ করেন চা খাওয়াতে। তিনি নাকি স্বামীকে মধুমিশ্রিত চা খাওয়ানোর উদ্দেশ্যেই মৌচাষ করছেন। মৌচাক থেকে নিজ হাতে মধু কেটে বের করেন তিনি। এভাবে তিনি হয়ে উঠেছেন একজন পুরোদস্তুর মৌচাষি। এখন তিনি প্রধানমন্ত্রী ভবনেই মৌচাষ করছেন। আকিই আবে তাঁর স্বামীর প্রতি ভালোবাসা প্রদর্শন করে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এই মধু বোতলে ভরে রাখছি। বৈঠকের ফাঁকে আমার স্বামী এখান থেকে চা পান করবে।’ আবেও তাঁর স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে রসিকতার ভঙ্গিতে বলেন, ‘চায়ে আমি চিনি নিই না। তবে এখন দেখছি মধু নিতে হবে!’ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও নাকি মৌচাষ করেন, আকিইর মৌচাষের প্রেরণা নাকি তিনিই। গত এপ্রিল মাসে হোয়াইট হাউস সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি মিশেলের কিচেন গার্ডেনের মৌচাষ দেখেছিলেন। এ রকম ঘটনা সত্যিই রোমাঞ্চকর!

চাইলে তোমরা জাপান টাইমসের ওয়েবসাইটে গিয়ে জাপানের ফার্স্ট লেডি আকিই আবের মৌচাষ সম্পর্কে আরো তথ্য জানতে পারো।

সূত্র : জাপান টাইমস