মানবদেহ নিয়ে ১০টি প্রশ্ন

Looks like you've blocked notifications!
মানবদেহের কার্যকলাপ বড়ই আজব! ছবি: ডেইলিমেইল

মাথায় তো কত কত প্রশ্ন আসে আমাদের। এর কতটুকুরই বা উত্তর জানি! আমাদের মানবদেহ নিয়ে আজকে থাকছে কিছু মজাদার প্রশ্ন। এই কুইজগুলো শিশুদের বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট সায়েন্স কিড থেকে নেওয়া। মাথা খাটিয়ে নজর দাও প্রশ্নগুলোর দিকে। দেখ তো কয়টা উত্তর জানা আছে? উত্তর আছে একদম নিচে।

১. মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কী?

২. চোখের যে রঙিন অংশটি আলোক সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে তার নাম কী?

৩. কোন উপাদানটি ত্বক আর চুলের রঙ নির্ধারণ করে?

৪. ঊরুর সামনের দিকের পেশির নাম কী?

৫. হৃদপিণ্ডের পাশে যে দুটো খাঁচা থাকে তার নাম ভেন্ট্রিকল। সত্য না মিথ্যা?

৬. কোন উপাদানের মাধ্যমে নখ তৈরি হয়?

৭. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ-প্রত্যঙ্গ কী?

৮. হাড়ের সবচেয়ে অভ্যন্তরীণ অংশটি কী ধারণ করে?

৯. একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে পাঁচশরও বেশি হাড় রয়েছে। সত্য না মিথ্যা?

১০. মানবদেহে ফুসফুস কয়টি?

উত্তর

১. সেরেব্রাম ২. আইরিস ৩. মেলানিন ৪. কোয়াড্রিসেপ ৫. সত্য ৬. কেরাটিন ৭. ত্বক ৮. বোন ম্যারো ৯. মিথ্যা (২০৬টি) ১০. ২টি