দুনিয়াজোড়া দেশ

মিসরের কথা

Looks like you've blocked notifications!

মিসরের নাম শুনলেই আমাদের মাথায় আসে বিশাল বিশাল সব পিরামিডের কথা। পৃথিবীর সাত আশ্চর্যের মধ্যে অন্যতম হলো প্রাচীন যুগের এই আশ্চর্য স্থাপত্য। মিসর সম্বন্ধে সংক্ষেপে জেনে নেওয়ার মতো কিছু তথ্য রয়েছে সায়েন্সকিডজ ওয়েবসাইটে।

১. দাপ্তরিকভাবে মিসর বা ইজিপ্টের নাম হল ‘আরব রিপাবলিক অব ইজিপ্ট’।

২. লোহিত সাগর ও ভূমধ্যসাগর, সেইসাথে গাজা, ইসরায়েল এবং সুদান ঘিরে রয়েছে মিসরকে।

৩. মিসরের রাজধনী কায়রো। সারা দেশের মধ্যে এখানেই জনসংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া আলেকজান্দ্রিয়া এবং গিজার মতো বড় শহরগুলোতেও বেশ মানুষ রয়েছে।

৪. মিসরের প্রধান ভাষা (দাপ্তরিকভাবে) আরবি। তবে সেখানে অনেকেই ফরাসি এবং ইংরেজিতে অভ্যস্ত।

৫. মিসরের সবচেয়ে বড় পর্বত হচ্ছে মাউন্ট ক্যাথেরিন। এর উচ্চতা দুই হাজার ৬২৯ মিটার বা আট হাজার ৬২৫ ফুট।

৬. মিসর খুবই শুষ্ক এবং উষ্ণ একটি দেশ। সাহারা ও লিবিয়ান মরুভূমির বিশাল অংশ রয়েছে মিসরে।

৭. মিসরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সচরাচরই হয়। যেমন- খরা, অনাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, তীব্রঝড় (এর নাম হলো ‘খামসিন’), বালুঝড় ইত্যাদি।

৮. নীল নদ (নাইল), পৃথিবীর সবচেয়ে বড় নদী। এটি মিসর দিয়ে বয়ে গেছে।

৯. পিরামিড এবং প্রাচীন সভ্যতার জন্য মিসর বিখ্যাত।

১০. মিসরের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল।