হাতি

Looks like you've blocked notifications!

দুই ধরনের হাতি আছে। আফ্রিকান হাতি আর এশিয়ান হাতি। বিশাল এই প্রাণীটি কিন্তু খুব নিরীহ, খায় লতাপাতা আর ফলমূল। আবার পোষা, প্রশিক্ষণ পাওয়া সার্কাসের হাতি নানা রকমের খেলাও দেখাতে জানে। হাতি নিয়ে বেশ কিছু মজার তথ্য জেনে নিতে পার। এই তথ্যগুলো শিশুদের ওয়েবসাইট সায়েন্সকিডস থেকে নেওয়া।

১. হাতি পৃথিবীতে স্থলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আকারে সবচেয়ে বড় হয়।

২. আফ্রিকান হাতির ক্ষেত্রে ছেলে হাতি আর মেয়ে হাতি, দুইয়েরই দাঁত আছে। কিন্তু এশিয়ান হাতিদের ক্ষেত্রে কেবল ছেলে হাতিদেরই দাঁত থাকে। এ দাঁত খাবার খোঁড়া আর খোঁজার কাজে ব্যবহৃত হয়।

৩. মাটি খুঁড়ে পানির সন্ধান পেতেও দাঁত ব্যবহার করতে পারে হাতি।

৪. একটা পূর্ণবয়স্ক হাতির দিনে কতটুকু পানি খাওয়া দরকার জানো? বেশি না, ২১০ লিটার!

৫. হাতির কান বিশাল আকৃতির হলেও বেশ পাতলা।

৬. প্রকৃতিতে হাতির তেমন কোনো শত্রু নেই। ছোটখাট কিংবা দুর্বল হাতিদের ওপর মাঝেমধ্যে সিংহ আক্রমণ করে। হাতির সবচেয়ে বড় শত্রু আসলে মানুষ! কারণ মানুষই তাদের হত্যা করে দাঁত ও হাড়গোড়ের জন্য।

৭. হাতির শুঁড় দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন হতে পারে প্রায় দেড় শ কেজি পর্যন্ত!

৮. মেয়ে হাতিরা আজীবন একটি দলের মধ্যে থেকে যায়। ছেলে হাতিরা ১৩ বছর বয়স পর্যন্ত এই দলের মধ্যে থাকে, তারপর তারা দল ত্যাগ করে স্বাধীনভাবে জীবনযাপন করে।

৯. হাতি সাঁতার কাটতে পারে। গভীর পানিতে শ্বাস নেওয়ার জন্য তারা ব্যবহার করে শুঁড়!

১০. হাতি একটি নিরীহ তৃণভোজী প্রাণী। দিনের ১৬ ঘণ্টা পর্যন্ত সময় এরা লতাপাতা, ঘাস, ফলমূল খোঁজাখুঁজি করে দিন কাটিয়ে দিতে পারে।