বনে ক্যাম্পিংয়ের ছবি থেকে ধাঁধা
বনে তাঁবু খাটিয়ে থাকছে (ক্যাম্পিং) কয়েকজন কিশোর। কেউ করছে রান্নাবান্না, কেউ তুলছে ছবি আবার কেউ বা ধরছে প্রজাপতি। এমন এক প্রাণবন্ত ছবি থেকে কয়েকটি মজার প্রশ্ন। শিশুদের জন্য বানানো এমন পুরোনো এক ধাঁধা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
টেলিগ্রাফ ও এনডিটিভি জানিয়েছে, শিশুদের একটি পুরোনো বই থেকে ধাঁধাটি নেওয়া হয়েছে। শিশুদের মানসিক ক্ষমতা যাচাইয়ের জন্য ধাঁধাটি বানানো। তবে ধাঁধাটিতে মজা পেয়েছেন বয়স্করাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর বেশির ভাগ ক্ষেত্রেই প্রাপ্তবয়স্করা এটি শেয়ার করেছেন।
ধাঁধার উত্তর জানতে ক্যাম্পিংয়ের ছবিটি কয়েকবার ভালো করে দেখতে হবে। যুক্তির সঙ্গে নিবিড় পর্যবেক্ষণেই মিলবে ধাঁধার উত্তর। আরেকবার ছবিটি দেখে প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করা যাক।
টেলিগ্রাফে দেওয়া প্রশ্ন :
১. ক্যাম্পিংয়ে কয়জন এসেছে?
২. ক্যাম্পিং কি আজই শুরু হয়েছে, না কি কয়েকদিন আগে?
৩. তারা কীভাবে ক্যাম্পিংয়ে এসেছে?
৪. পার্শ্ববর্তী শহর বা গ্রাম কত দূরে?
৫. বাতাস কোনদিক থেকে বইছে, উত্তর না কি দক্ষিণ দিক থেকে?
৬. ছবিটি দিনের কোন সময়ের?
৭. ক্যাম্পিংয়ে অ্যালেক্স নামে একজন আছে সে কোথায়?
৮. গতকাল রান্নার দায়িত্বে কে ছিল?
৯. ছবিতে দিনটি কোন মাসের কত তারিখ?
নিজের ধারণা করা উত্তরগুলো কোথাও লেখা যাক। এবার টেলিগ্রাফের দেওয়া উত্তরগুলোর সঙ্গে নিজের উত্তর মিলিয়ে দেখা যায়।
উত্তর :
১. ক্যাম্পিংয়ে এসেছে চারজন। তারিখ অনুযায়ী দেওয়া রান্নার দায়িত্বের তালিকায় চারজনের নাম আছে। এ ছাড়া চামচ ও প্লেটও চারটি করে।
২. তারা এসেছে কয়েকদিন আগে। ওই সময়ের মধ্যে মাকড়সা গাছ ও তাঁবুর সঙ্গে জাল বুনেছে।
৩. তারা ক্যাম্পিংয়ে এসেছে নৌকায় করে। গাছের সঙ্গে বৈঠা ঠেস দিয়ে দাঁড় করানো আছে।
৪. কাছেপিঠেই কোনো গ্রাম আছে। কারণ ছবির নিচের দিকে বাম পাশে একটি গৃহপালিত মুরগি দেখা যাচ্ছে।
৫. বাতাস বইছে দক্ষিণ দিক থেকে। তাঁবুর ওপরের পতাকা ওড়া এবং আগুনের শিখার ও গাছের পাতার হেলে যাওয়া থেকে বাতাসের দিক বোঝা যায়।
৬. ছবিটি সকাল বেলার। রান্নার দায়িত্বে থাকা কিশোরের ছায়া দেখে বোঝা যায় সূর্য তাঁদের পূর্বদিকে।
৭. রান্নার তালিকায় থাকা শেষজনের নাম অ্যালেক্স। সে প্রজাপতি ধরছে। গাছের পেছনে প্রজাপতি ধরার জাল দেখা যায়।
৮. কলিন গতকালের রান্নার দায়িত্বে ছিল। সে নিজের ব্যাগে কিছু একটা খুঁজছে। তার ব্যাগে ইংরেজি ‘সি’ বর্ণটি লেখা। একইভাবে জেমস ছবি তুলছে। তার ব্যাগে ‘জে’ বর্ণটি লেখা। আর অ্যালেক্স ধরছে প্রজাপতি। আর আজকের রান্নার দায়িত্বে পিটার। তাই স্বাভাবিকভাবেই আগের দিনের দায়িত্বে ছিল কলিন।
৯. ছবির দিনটি ৮ আগস্ট। পিটারের রান্নার দায়িত্ব ৮ তারিখে। আর খাবারের জন্য বিছিয়ে রাখা চাদরে একটি তরমুজ দেখা যায়। যুক্তরাজ্যে তরমুজের সময় আগস্ট। তাই স্বাভাবিকভাবেই এটি ৮ আগস্ট।