কাশিতে মৃত্যু!

Looks like you've blocked notifications!

গোপালের জ্যোতিষ চর্চার খ্যাতি শুনে দূর গ্রাম থেকে হাত দেখাতে এসেছেন এক ভদ্রলোক।

গোপাল খুব ঘটা করে হাত-টাত দেখে বলে, ‘আপনি তো অতি ভাগ্যবান মশাই!

হাতে স্পষ্ট দেখছি, আপনার দেহাবসান হবে কাশিতে।’

পুণ্যস্থানে মৃত্যু হবে জেনে ভদ্রলোক খুব খুশিমনে ফিরে গেলেন।

 

কিছুদিন যেতে না-যেতেই ভদ্রলোকের ছেলে এসে উপস্থিত।

সে তেড়েফুঁড়ে গোপালকে জিজ্ঞেস করে, ‘আপনি গণনা করে বলেছিলেন, বাবার মৃত্যু হবে কাশিতে।’

কই, উনি তো বাড়িতেই মারা গেলেন?’ গোপাল আমতা আমতা করে বলে, ‘আমি কি তাই বলেছি নাকি?’

আমি বলতে চেয়েছি, উনি কাশতে কাশতে মারা যাবেন। তা সেটা ঠিক বলেছি কি-না? বলুন?’

 

(সংগৃহীত)