বিড়াল কেন সব সময় পরিচ্ছন্ন থাকে?

Looks like you've blocked notifications!

বিড়াল এমনিতেই বেশ পরিচ্ছন্ন প্রাণী। ময়লা বা নোংরা কিছুর দিকে একেবারেই যেতে আগ্রহী নয় এটি। মজার বিষয় হলো, একটি বিড়াল সারা দিনের বেশির ভাগ সময়ই ঘুমিয়ে কাটায়, আর জেগে থাকার সময়টুকুর অর্ধেকই ব্যয় করে নিজের পরিচ্ছন্নতার পেছনে। ক্যাটস ভেটেরিনারি সার্ভিসেসের মালিক এবং চিকিৎসক ডা. সিনথিয়া ম্যাকমানিসের গবেষণায় পাওয়া গেছে এই তথ্য। তবে এই পরিচ্ছন্নতার পেছনে সময় দেওয়ার কাজটা বিড়াল স্রেফ অভ্যেসের বশে করে না, বরং তাদের প্রয়োজন বলেই করে। এই কারণগুলোর কিছু বিবরণ দেওয়া হয়েছে রিডার্স ডাইজেস্টে।

১. খাবার-দাবার খেয়ে নিজেদের পরিষ্কার রাখলে অন্য কোনো প্রাণী গন্ধ শুঁকে বেড়ালকে আক্রমণ করতে আসে না।

২. বিড়ালদের নিজেদের মধ্যে বেশ খাতির। এ জন্য তারা একে অন্যকে বন্ধুত্বের খাতিরেই বিভিন্নভাবে নিজেদের শরীর পরিষ্কার করে দেয়।

৩. বিড়ালের শরীরের যে ফুলো ফুলো লোম, সেগুলো তারা চেটে চেটে পরিষ্কার রাখে। এতে তাদের সুস্থতা নিশ্চিত হয়।

৪. বিড়ালের ঘামার সুযোগ খুবই সামান্য। এই জন্য শরীরের তাপমাত্রা বজায় রাখতে তারা লালার ক্ষরণ ঘটায় এবং নিজেদের শরীর চেটে পরিষ্কার করে।

৫. নিজেদের পরিষ্কার রাখার এই প্রক্রিয়ার মাধ্যমে তারা শরীরে রক্তের প্রবাহ স্বাভাবিক এবং গতিশীল রাখে।

৬. অনেক সময়ই দেখা যায় যে বিড়াল আঘাত পায়। এই ক্ষতস্থান তারা চেটে পরিষ্কার রাখে নিয়ম করে। এটি অ্যান্টিবায়োটিকের কাজও করে।

৭. নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিড়াল খুবই স্বস্তিবোধ করে।