ছড়া

কার্তিকের নবান্নের ঘ্রাণ

Looks like you've blocked notifications!

মন আজ উড়ুউড়ু, করে আনচান

কার্তিক এসেছে, অদূরে অঘ্রাণ

বাতাসে হৈমন্তিকার টান

হৃদয়ে দোলা দেয় নবান্নের ঘ্রাণ।

 

বাপে আনবে কেটে নতুন ধান

ধান-সেদ্ধ ভাপের ধোঁয়া আসবে

জ্বলন্ত উনুন থেকে আমার মুখে-নাকে

মায়ের উষ্ণ আদর উঠবে থেকে থেকে।

 

আজ থেকে শুকানো হবে নতুন ধান

আমার সোনার গ্রামের আঙিনায়

ভরে উঠবে কলকাকলি গান

আমার সোনার চাষি ভাই

সারাটি জীবন যেন তোমার গান গেয়ে যাই।

 

আমার খুব ইচ্ছে করে

আবার আমি গড়াগড়ি দেই ধানের মলনে

কিছুক্ষণ আগে যেখানে আমার সোনার গরু

ধানগাছ থেকে চিটা ঝরিয়েছে ক্ষুরের চাপে

আমার খুব ইচ্ছে করে

আমি চলে যাই সেই মননে।

 

আমার সোনার বাংলার গ্রামে গ্রামে

ফেরি করতে ইচ্ছে করে

বাংলার প্রাণের কথা—

যেমন ইচ্ছে করেছিল কবিগুরুর অমল

দইওয়ালার সুর গাইতে।

 

কার্তিকের নবান্নের আশা

আমার প্রাণে দিয়ে যায় অব্যক্ত ভাষা

আমার প্রাণে আমি তাই

আমার সোনার দেশের সোনার গ্রামের

সুর মেলাতে চাই।