ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত
ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের গৌরবময় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (বিএসএইউপিএম) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরি ভবনে ডেওয়ান তাকলিমাত সেরডাং মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রবাসী শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি মো. জোহরুল ইসলাম ও দিপা ইয়াসমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুত্রা ইন্টারন্যাশনাল সেন্টারের ডিরেক্টর অধ্যাপক জায়নাল আবেদিন তালিব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশি ছাত্রদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বিএসএইউপিএম ও বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন অব মালয়েশিয়ার সদ্য নির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। এ ছাড়া এতে বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী মজুমদার, ইমতিয়াজ হোসেন, সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন, কৃষিবিদ আল মামুন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন অব মালয়েশিয়ার সদ্য বিদায়ী সভাপতি ড. ফাইজুল হক।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন সংগঠনের ভিপি ইমতিয়াজ হোসেন, সেরা কণ্ঠের মারজিয়া মহুয়া, আলো ও তার মা দিপা রাণী কর, রামিন রেজা পারিশা, ইকরা, মাসুম প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, অধ্যয়নরত ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।