কালো মেঘ কেটে গেছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
‘বাংলাদেশকে কেউ আর কখনও পেছনে টানতে পারবে না’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা কালো অধ্যায় ’৭৫-এর পর ছিল। সে কালো মেঘ কেটে গেছে। বাংলাদেশ এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এগিয়ে যাচ্ছে।’
সংযুক্ত আরব আমিরাতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নাগরিক সংবর্ধনা এবং রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আবুধাবির আবাসস্থল থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫-এর পর এ দেশে ১৯টি ক্যু হয়েছে। একেকটি ক্যু হয়েছে, সেনাবাহিনীর বহু সদস্যকে হত্যা করা হয়েছে, বিমানবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে, রাজনৈতিক নেতাদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সব অস্থিরতা ছিল। বার বার ক্ষমতা বদল হয়েছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল, গণতান্ত্রিক ধারা কখনোই অব্যাহত ছিল না।’
‘কিন্তু ২০০৮-এর নির্বাচনের পর থেকে এ ১৩ বছর আমরা পূর্ণ করেছি। একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে।’
‘করোনার সময় একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তার ওপর এখন আবার নতুন আরেকটি সমস্যা... আপনারা জানেন যে, একটি যুদ্ধাবস্থা যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। সেখানে অন্যরা মদদ দিচ্ছে। যার ফলে আরেকটি অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। ফলে বিদেশে যেমন তেলের দাম বেড়ে গেছে, নানা রকম সমস্যা হচ্ছে। তার জন্য কিছু কিছু সমস্যা আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’
‘তবে আমি বিশ্বাস করি, এগুলো আমরা মোকাবিলা করতে পারব। কারণ, করোনার সময় বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করেছিলাম—আমাদের মাটি আছে, যে যা পারেন আপনারা ফসল ফলান।’