কুয়েতে আরো ৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/02/kuwait.jpg)
কুয়েতে গত ২৪ ঘণ্টায় চার বাংলাদেশিসহ নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ৩৪২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম আরব টাইমসে এ খবর প্রকাশিত হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, ৩৪২ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ২৬১ জন। তাদের মধ্যে ১৫ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কুয়েতে এখন পর্যন্ত করোনায় কারো মৃত্যু হয়নি। দেশটিতে বর্তমানে কোয়ারেন্টিনে আছে দুই হাজার ৪৬৬ জন। এরই মধ্যে কোয়ারেন্টিনে থাকা ৯১১ জন নির্দিষ্ট সময় শেষ করে বাড়ি ফিরেছে।
কুয়েতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের ২৫ জনের মধ্যে ১৪ জন ভারতীয়, পাঁচজন কুয়েতের নাগরিক, চারজন বাংলাদেশি, একজন ফিলিপিনো এবং একজন মিসরীয়কে শনাক্ত করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।