কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারীকে অব্যাহতি
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী (স্থানীয়) মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রোববার দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১ নভেম্বর-২০২০ থেকে কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমতাবস্থায় দূতাবাস সম্পর্কিত কোনো কাজের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ না করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে কী কারণে মনিরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে—এই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লিখিত করা হয়নি।
তবে দূতাবাসের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, দীর্ঘদিন ধরে দূতাবাসে স্থানীয়ভাবে নিয়োগকৃত কিছু কর্মচারীর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ করে আসছিল ভুক্তভোগী প্রবাসীরা। সম্প্রতি মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের অভিযোগের সত্যতা যাচাই করে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মনিরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রবাসীরা ধারণা করছে।