চার বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, পৌঁছেছেন ৫৩ জন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/09/malaishia.jpg)
বাংলাদেশ থেকে ৫৩ জন আজ মঙ্গলবার মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছেন। ছবি : এনটিভি
প্রায় চার বছর বন্ধ থাকার পর সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করেছে বাংলাদেশ। প্রথম দফায় ৫৩ জন বাংলাদেশিকর্মী পৌঁছেছেন দেশটিতে। এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে ওই কর্মীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম প্রথম ব্যাচের ৫৩ জনের বাংলাদেশ ছাড়ার তথ্য নিশ্চিত করেন। আর মালয়েশিয়া থেকে আমাদের এনটিভি প্রতিবেদক জানান, আজ মঙ্গলবার ভোরে তাদের বহনকারী এয়ার এশিয়ার ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।