জয়নুল আবদিন ফারুকের সুস্থতা চেয়ে সৌদি আরবে দোয়া
বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের সুস্থতা চেয়ে দোয়া মাহফিল করেছে সৌদি আরব হাফার আল বাতেন প্রদেশ বিএনপি।
কমিটির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য দেন সহসভাপতি সাইফুল ইসলাম মিয়াজী ও মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রহিম উল্যাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অনেকে।
দোয়া মাহফিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও জয়নুল আবদীন ফারুকের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নূর নবী।
দুই ডোজ টিকা নেওয়ার পরও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর মেয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তামান্না ফারুক বলেন, ‘১২ জুন শনিবার বাবার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নোয়াখালীতে টেস্ট করা হয়। তাঁর রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’জয়নুল আবদিন ফারুক সস্ত্রীক গত ২০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ এবং ২০ এপ্রিল দ্বিতীয় ডোজের টিকা নেন।