প্রবাসীদের বাংলাদেশে না ফেরার পরামর্শ আজহারীর

Looks like you've blocked notifications!
জনপ্রিয় ইসলামী বক্তা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যে প্রবাসীদের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারী। গত মঙ্গলবার মালয়েশিয়া থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ পরামর্শ দেন।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। জীবিকা উপার্জনের জন্য দেশের বহু ভাইদের বিদেশে থাকতে হয়। তাই প্রিয় প্রবাসী ভাইদের বলব, আপনারা হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে প্রবাস থেকে দেশে ফেরার চেষ্টা করবেন না। আপনাদের জন্য আমার বিনীত পরামর্শ হচ্ছে, আপনাদের ইমার্জেন্সি কোনো কারণ না থাকলে যে যে দেশে আছেন, সে সে দেশেই থাকুন।’

আজহারী বলেন, ‘ওই সব দেশের সরকার আপনাদের যে পরামর্শ দিচ্ছে, সেগুলো মেনে চলুন। সেসব দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন। দেশে আসার জন্য হুড়োহুড়ি করবেন না।’

জনপ্রিয় এই বক্তা আরো বলেন, ‘আল্লাহ না করুক, ‘আপনার মধ্যে যদি এই ভাইরাস পাওয়াও যায়, আশা করি অন্যান্য দেশে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। কাজেই যে দেশে আছেন, সেখানে সাবধানে থাকুন, নিরাপদ স্থানে থাকুন।’