বইমেলায় প্রবাসী লেখকের ‘প্রবাসের ব্যালকনিতে’

Looks like you've blocked notifications!
প্রবাসের ব্যালকনিতে বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

এবারের বইমেলায় এসেছে প্রবাসী লেখক ও সাংবাদিক রফিক আহমদ খানের বই ‘প্রবাসের  ব্যালকনিতে’। বইটির প্রচ্ছদ করেছেন মেরুন হরিয়াল। ‘বলাকা প্রকাশন’ থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটি এবারের একুশে গ্রন্থমেলার বলাকা প্রকাশনের (৫৫৭ নম্বর) স্টলে পাওয়া যাচ্ছে।

‘প্রবাসের ব্যালকনিতে’ মালয়েশিয়া প্রবাসী লেখক রফিক আহমদ খানের প্রথম বই।

বইটিতে প্রবাস জীবন নিয়ে লেখা ঊনচল্লিশটি প্রবন্ধ-নিবন্ধ স্থান পেয়েছে। লেখাগুলোতে প্রবাসের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়ার কথা ফুটে উঠেছে।

লেখক রফিক আহমদ খান বলেন, ‘মালয়েশিয়া সম্পর্কে আমার দীর্ঘ প্রবাসজীবনে যা দেখেছি, জেনেছি, অনুভব করেছি তা-ই এই বইয়ে স্থান পেয়েছে। যাপিত প্রবাসজীবনে মনের গভীরতায় যা অনুভব করেছি তা স্থান পেয়েছে এই বইয়ে। এই বই পাঠ করে একজন পাঠক মালয়েশিয়া সম্পর্কে, মাহাথির মোহাম্মদ সম্পর্কে, মালয় ও চাইনিজ সম্পর্কে এবং প্রবাসজীবন সম্পর্কে ধারণা পাবেন।’