মক্কায় হৃদরোগে ফটিকছড়ির মহিউদ্দিনের মৃত্যু
সৌদি আরবের পবিত্র মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সকাল ৮টায় মক্কার মিসফালায় নিজ বাসায় সিঁড়িতে পড়েই মারা যান তিনি। তাঁর সহকর্মীরা তাৎক্ষণিক ৯৩৭ নম্বরে ফোন করলে অ্যাম্বুলেন্স এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন ।
নিহত মহিউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুর রউফ।
আজ মঙ্গলবার সকালে মক্কা প্রবাসী জামশেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা যায়,মহিউদ্দিন মক্কার জমজম টাওয়ারে তিন ভাই মিলে একসঙ্গে ব্যবসা করতেন। ব্যবসায়িক মন্দা এবং আরো নানারকম ঝামেলায় বিপর্যস্ত হয়ে গত বছর ব্যবসা ছেড়ে পাড়ি জমান দেশে। বছর না ঘুরতেই ফের নতুন ভিসায় পবিত্র নগরী মক্কায় ফিরে আসেন। তিনি ১৫ বছর যাবৎ সৌদি প্রবাসী ছিলেন।
মক্কা প্রবাসী নিহতের শ্যালক নয়ন জানান, দুমাস আগেই নতুন ভিসায় সৌদি আরবে পাড়ি জমান মহিউদ্দিন। মক্কায় আসার পর মাত্র ১২ দিন কাজ করেন তিনি। মক্কার মসজিদুল হারামের পাশেই জাবালে ওমর প্রজেক্টে ১২ দিন কাজ করার পর করোনার কারণে দেশটিতে লকডাউনের আওতায় কাজ বন্ধ করতে বাধ্য হন ।
দুমাস অতিবাহিত হলেও তিনি ইকামাও পাননি। দেশ থেকে সদ্য আসা ঋণগ্রস্ত মহিউদ্দিন লকডাউনে কাজ বন্ধ থাকায় না মানসিক ও আর্থিক চাপে পড়েন। তবে আগে থেকেই ডায়বেটিসসহ নানা রোগে ভুগছিলেন তিনি। দেশে তাঁর স্ত্রী, এক মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে মহিউদ্দিনের মরদেহ মক্কার একটি হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে।