মালয়েশিয়ায় কোয়ারেন্টিনে থাকা ৩৯৯ বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিল দূতাবাস

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লকডাউনে থাকা মেনারা সিটি ওয়ান ভবন (ডানে)। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মেনারা সিটি ওয়ান ভবনে কোয়ারেন্টিনে থাকা ৩৯৯ বাংলাদেশিকে খাদ্য সরবরাহ করেছে বাংলাদেশ দূতাবাস। গতকাল বুধবার এ খাদ্য সহায়তা দেওয়া হয়। 

এর আগে গত ৩১ মার্চ মেনারা সিটি ওয়ানে করোনাভাইরাস শনাক্তের পর পুরো ভবনটি লকডাউন করা হয়।

বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার দ্বিতীয় সচিব ফরিদ আহমেদ মালয় মেইলকে জানান, চলমান মুভমেন্ট কন্ট্রোলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে মালয়েশিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে হাইকমিশন।

ফরিদ আহমেদ বলেন, 'প্রথম থেকেই আমরা হাইকমিশনার শহীদুল ইসলামের নির্দেশে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশিদের সহায়তা করার বিষয়ে যোগাযোগ করেছি। বাংলাদেশিদের সহায়তার জন্য আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে চারটি বৈঠকে অংশ নিয়েছি। আমরা খুব খুশি যে, মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার সহায়তার জন্য একসঙ্গে কাজ করছে।’

এদিকে, শুধু মেনারা সিটি ওয়ান নয়, আরো দুটি ভবন সেলাঙ্গর ম্যানশন ও মালায়া ম্যানশনে কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশিদের পর্যায়ক্রমে খাদ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন দূতাবাস সংশ্লিষ্টরা। এ ছাড়া মুভমেন্ট কন্ট্রোলে থাকা সব বাংলাদেশি কর্মীদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানায় বাংলাদেশ দূতাবাস।