মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

Looks like you've blocked notifications!
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত শনিবার কুয়ালালামপুরের একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া আওয়ামী লীগ। ছবি : এনটিভি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুর হোটেল ডাইনেস্টির বলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি দাতো মো. আকতার হোসেন।

সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম সোহেল ও মো. শওকত হোসেন তিনুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান কামাল। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম-২) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, মো. আমিন, মহিলাবিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মোহাম্মদ মামুন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক লীগ শাখার সভাপতি বি এম বাবুল হাসান, সহসভাপতি কবি শেখ জাহাঙ্গীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহাগ সরকার।

সভায় বক্তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে জাতির পিতার দেশে ফিরে আসার মধ্য দিয়েই বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধু নিজেই এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার থেকে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আল আমিন ডলার, রেজাউল হক লায়ন, আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার শান্ত, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সরকার, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. অনিক আমিন, মো. গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুদ, মুক্তিযুদ্ধ মঞ্চ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রোহান আহমদ শামিম প্রমুখ।