মালয়েশিয়ায় বিএসওএম’র ইফতার মাহফিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/24/malaysia.jpg)
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অরগানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সেলাঙ্গরের বান্দার সাউজানা পুত্রায় বাবেল রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসওএম-এর সভাপতি মুহাম্মদ আল আমিন।
বিএসওএম-এর সাধারণ সম্পাদক ও মাহসা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বশির ইবনে জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মকবুল হোসেন মকুল।
এতে বিশেষ অতিথি ছিলেন শাহিন সরদার, মাহসা বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগীয় সহকারী অধ্যাপক মুজাহিদ প্রমুখ।
এ ছাড়া ইফতার মাহফিলে মালয়েশিয়ার ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।
করোনা মহামারির কারণে দু’বছর জনসমাগম বন্ধ থাকার পর এটিই শিক্ষার্থীদের প্রথম বড় কোনো অনুষ্ঠান। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল কন্টিনেন্টাল গ্রুপ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র এ মাহে রমজানের শিক্ষা আমাদের বাস্তব জীবনের চর্চায় রাখতে হবে। একই সঙ্গে ধর্মীয় ও দেশীয় সাংস্কৃতিক চর্চা সম্প্রীতির সঙ্গে পালনের আহ্বান জানান তাঁরা।