রিয়াদে ‘আমিনা সুন্দরী’ নাটকের সফল মঞ্চায়ন
‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এ স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের একমাত্র নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ‘আমিনা সুন্দরী’ নাটকের সফল মঞ্চায়ন হয়েছে। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় ‘আমিনা সুন্দরী’ নাটকের প্রথম মঞ্চায়ন হলো।
অনুষ্ঠানটি তিন পর্বে ভাগ করা হয়, প্রথম পর্বে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য নাজিম উদ্দিন নাজিমের উপস্থাপনায় বাউল সংগীত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর পক্ষে প্রধান অতিথি হিসেবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম নাটকের উদ্বোধন ঘোষণা করেন।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জসিম উদ্দিন খান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সমন্বয়ক নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকীসহ রিয়াদের রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয় বলেন, “রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সব সদস্যের অক্লান্ত পরিশ্রমে ‘আমিনা সুন্দরী’ নাটকের সফল মঞ্চায়ন হয়েছে। আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করছি। ২০১৪ সাল থেকেই রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসের মাটিতে দেশীয় নাটক ও সাংস্কৃতিক তুলে ধরতে ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে প্রবাসের মাটিতে কাজ করছে সংগঠনটি।”
রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবেশিত ‘আমিনা সুন্দরী’ নাটকের নির্দেশনায় ছিলেন নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী, কোরিওগ্রাফার কামরুজ্জামান, শব্দ নিয়ন্ত্রণ সংযোজন মোহাম্মদ মঞ্জুর আল ইসলাম, আলো সরবরাহ সালাউদ্দিন আহমেদ, মিডিয়া সহযোগিতায় সাংবাদিক ফকির আল আমিন, শেখ লিয়াকত ও জুয়েল ফকির।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফুর রহমান টিটু, জাহাঙ্গীর আলম হৃদয়, সারোয়ার, মির্জা কামাল, নাজিম উদ্দিন, হাফিজুল ইসলাম পলাশ, মো. নাঈম, মসীহ সিরাজ, রফিক মণ্ডল, মামিতা, সুমাইয়া, সাদিয়া, রনক, রাহিল, শীতল, কমল। সহযোগিতায় শেখ জামাল, মো. মাসুম, মো. আব্বাস, মো. আলী, মোহাম্মদ নয়ন, মোয়াজ্জেম প্রমুখ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে কবি মসী সিরাজ ও কামরুজ্জামানের উপস্থাপনায় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে স্পন্সর ছিল রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টার ও প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি)।