রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদের ১৮ নম্বর এক্সিটে তালুকদার কমিউনিটি সেন্টারে সৌদি আরব এনটিভি সাংস্কৃতিক ফোরামের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি আলপনা ইয়াসমিন পলির সভাপতিত্বে সভায় বনভোজন, অভিষেক ও পিঠা উৎসব করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সূচনা বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। সভায় গুরুত্বপূর্ণ মতামত দেন ফোরামের সিনিয়র সহসভাপতি এলমিস ফাতেমা চৌধুরী এ্যাপলো, সহসভাপতি রিনা কিরন, সহসভাপতি হাজেরা জাহিদ, সাংগঠনিক সম্পাদক মারিজ লিহাজী, এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পী নাশরা কিরন, ওয়াফা ওয়াজেদ, তন্নি, জাহিদ, রোজানা, বাদল, মারওয়া, মিশাল, মিশন প্রমুখ।
সভায় আগের কমিটি বাতিল করে ২০২১ সালের জন্য নতুন ৩১ সদস্য বিশিষ্ট এনটিভি সাংস্কৃতিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়।

আগের মতোই আইন-কানুনের নির্দেশনা মোতাবেক সব কর্মসূচি পালনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করা হয়। নিজেদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভালো বোঝাপড়া করেই ফোরামকে এগিয়ে নেওয়ার কথা বলেন সবাই।
দেশ-বিদেশে আন্তরিকতা ও ভালোবাসা দিয়েই এনটিভির পাশে থাকার কথা বলা হয়। ঘোষিত সব অনুষ্ঠান সবাই মিলে রিয়াদে আনন্দ, বিনোদনের ধারা অব্যাহত রাখার কথাও বলা হয়।
সব শেষে ছিল নৈশভোজ। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মুসা খান বাবু, মুনিরা নওরিন, তালুকদার হারুনুর রশীদ, ফয়সাল সিসি টিভির এমডি মো. ফয়সাল, জাহিদ পাটওয়ারী, আবদুস সালাম কিরন, ওয়াজেদ হোসেন, শেখ বাদল, আলী আহসান কিরন, মো. জাহাংগীর আলম, তালুকদার বেলাল, রেজাউল করিম মিরাজ, রিপনসহ বিশিষ্ট নাগরিকরা।
সভায় এনটিভি ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দও অংশ নেন।