রিয়াদে প্রবাসীদের খাদ্যসামগ্রী দিলেন বিএনপি নেতা অধ্যাপক রফিক

Looks like you've blocked notifications!

রিয়াদে করোনাভাইরাসের কারণে অর্থসংকটে পড়া বিএনপি নেতাকর্মী ও অসহায় প্রবাসীদের খাদ্য সামগ্রী দিলেন সৌদি বিএনপির সভাপতি অধ্যপক আ. ক. ম রফিকুল ইসলাম।

গত বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধনকালে অধ্যাপক রফিক বলেন, ‘এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সহায়তা। তবে খুব শিগগিরই দলীয়ভাবে ব্যাপক আকারে প্রবাসী ও দলের নেতাকর্মীদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম, রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশীদ, যুবদল সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, বিএনপির সহদপ্তর সম্পাদক মাসুদ রানা, রিয়াদ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এম রাজ্জাক, সমাজসেবী ওয়াজেদ হোসেন প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখেই নেতারা খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক কেজি ছোলা, দুই কেজি আলু। প্রায় শতাধিক ব্যক্তি ও প্রবাসী পরিবারের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসংকটে পড়া অসহায় প্রবাসীরা এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।