রিয়াদে প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিয়াদে একটি ক্লিনিকের হলরুমে গত শুক্রবার (১৩ মে) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ রিয়াদ মহানগর শাখা।
রিয়াদ মহানগরের সিনিয়র সহসভাপতি, আল নোমান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক, সোহাগ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ মহানগরের সম্মানিত সভাপতি নাসিরুদ্দিন খাঁন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব কার্যনির্বাহী সংসদের সহসভাপতি হারুন মাতুব্বর হিরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, ডিএমসি গ্রুপের এমডি, আব্দুল্লাহ আল মামুন ও ডিএমডি সাখাওয়াত হোসেন আনোয়ার।
সৌদি আরব কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন, মানব পাচার প্রতিরোধ বিষয়ক সম্পাদক মো. মোসতাক আহমেদ। ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার দাদা, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সমন্বয়ক মো. হারুন ইসলাম, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর ইসলামসহ কেন্দ্রীয় ও বিভিন্ন মহানগর, রিয়াদ মহানগরের দায়িত্বশীল নেতারা।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের নানামুখী সমস্যা নিয়ে বক্তব্য দেন। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।