রিয়াদে সাংসদ নিজাম হাজারীকে সংবর্ধনা
সৌদি আরবে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে নাগরিক সংবর্ধনা দিয়েছে রিয়াদ প্রবাসী ফেনী জেলা আওয়ামী লীগ। শুরুতেই সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা৷
রিয়াদের ফুড প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোরশেদ আলম তপন। সঞ্চালনা করেন এম এ জলিল রাজা ও কামাল পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন পরিবহনের মালিক হাজি আলাউদ্দিন, ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ মো. হারুন মজুমদার ও দাগনভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ফ্রেডন্স অব বাংলাদেশের সভাপতি ড. রেজাউল করিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুস সালাম, আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব।
শেষে সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে রিয়াদের আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া করা হয়।