সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রিপন (২৯) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে সৌদি আরবের দাম্মামের আল নেওয়াজ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রিপন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।
জানা যায়, দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দাম্মাম আসার পথে সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম রিপনের মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার রিপনের বড় ভাই শাহজাহান শিপন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর ছোট ভাই পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি দীর্ঘ দিন ধরে নিজের গাড়িতে করে দোকানে বিভিন্ন পণ্য সরবরাহ করে আসছিলেন।
রিপনের মরদেহ বর্তমানে দাম্মামের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।