সৌদি আরবে করোনায় আরো দুই বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৭ এপ্রিল দেশটির মদিনায় এ দুজন মারা যান বলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ রহিম উল্লাহ ও খোকা মিয়া। রহিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে। খোকা নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে।
এর আগে সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচ বাংলাদেশি মারা গেছেন। আজ শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এদিকে সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ২৮৭ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৬৬ জন। শুক্রবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।