সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে তিন বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!
সৌদি আরবের তায়েফের তুরাবায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : এনটিভি

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর পাশেই তায়েফ প্রদেশের তুরাবা এলাকায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিলেটের কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরেকজনের মৃত্যু হয়।

নিহত তিন জনের বাংলাদেশের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের মরদেহ তায়েফের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।