সৌদি আরবে দীর্ঘ হচ্ছে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রোববার জেদ্দা কিং আব্দুল্লাহ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ১৯ বাংলাদেশির মৃত্যু হলো।
মৃত ব্যক্তির নাম ফিরোজ উদ্দিন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামের আখন্দ বাড়ির রুহুল আমিনের একমাত্র ছেলে।
ফিরোজ উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া গ্রাউন্ড সার্ভিসেস কোম্পানিতে কর্মরত ছিলেন।
জানা যায়, কাজের কারণে অনেক সময় ফিরোজকে বিভিন্ন জায়গায় যেতে হতো। সম্প্রতি হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। প্রায় এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে থাকার পর স্থানীয় সময় রোববার রাতে মারা যান তিনি।
ফিরোজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি, নোয়াখালীর কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ আবদুর রহমান।