সৌদি আরবে বাস উল্টে ২০ যাত্রী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/28/arab-world.jpg)
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে প্রদেশটির আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বাসটি আবহা প্রদেশের খামিস মুশায়েত থেকে ছেড়ে আবহা শহরের দিকে যাচ্ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, হঠাৎ ব্রেক কাজ না করায় বাসটি একটি সেতুর শেষ প্রান্তে গিয়ে উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়।
আকাবা শারের ওই সড়কটি ১৪ কিলোমিটার, যা প্রায় ৪০ বছর আগে চালু হয়েছিল। পাহাড় কেটে নির্মিত সড়কটিতে ১১টি টানেল এবং ৩২টি সেতু রয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক রেড ক্রিসেন্ট দলসহ জরুরি পরিষেবা সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। ইতোমধ্যে আহত যাত্রীদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।