সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের কমিটি গঠন

Looks like you've blocked notifications!
সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : এনটিভি

সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ আল আমিনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট দেন ফোরামের সদস্যরা। সভাপতি পদে নজরুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক পদে আবদুল হালিম নিহন ও সাংগঠনিক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন।

এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী কারি মোহাম্মদ আবদুল হাকিম, এনটিভির সৌদি আরব ব্যুরোপ্রধান ফারুক আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী সাহবুদ্দিন ফরাজি, আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মাই টিভির রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন, আয়ুব আলী, যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জ্যেষ্ঠতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য পদের সদস্য মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক আবদুল হালিম নিহন। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুবেল হোসেন সিনিয়র সহসভাপতি, সাজাহান সাজু সহসভাপতি, এম এইচ প্রিন্স আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইশতিয়াক হোসাইন তামিম যুগ্ম সাধারণ সম্পাদক, শাহাদাৎ নিরব সহ-সাংগঠনিক সম্পাদক, ওয়াসিম আকরাম দপ্তর সম্পাদক, সোহেল খান সহ-দপ্তর সম্পাদক, সোহেল আলম অর্থ সম্পাদক, রুবেল মিয়া সহ-অর্থ সম্পাদক, শরিফুল ইসলাম স্বপন প্রচার সম্পাদক, মাসুদ পারভেজ সহ-প্রচার সম্পাদক, ওমর তালুকদার ধর্ম সম্পাদক, রাজু সহ-ধর্ম সম্পাদক, আবছার সাংস্কৃতিক সম্পাদক, সুমন আহমেদ সহ-সাংস্কৃতিক সম্পাদক, সাদ্দাম হোসেন তথ্যপ্রযুক্তি সম্পাদক, মিঠু সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক, জাহিদ রবিন আন্তর্জাতিক সম্পাদক, মিসু জামান সহ-আন্তর্জাতিক সম্পাদক, রুবেল মিয়া ক্রীড়া সম্পাদক, ফকির আলামিন সহ-ক্রীড়া সম্পাদক এ আরিফ মৃধা সমাজকল্যাণ সম্পাদক, মোহাম্মদ ইয়াসিন সহ-সমাজকল্যাণ সম্পাদক ও মিজান আলমগীর আপ্যায়নবিষয়ক সম্পাদক।

পরে নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে নির্বাচন কমিশনাররা তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম খুব কম সময়ের মধ্যে তাদের দক্ষতা আর অ্যাকটিভিটির মাধ্যমে সৌদি আরবসহ অন্যান্য দেশেও তাদের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। ফোরামের সদস্যরা যেভাবে মিলেমিশে প্রবাসীদের পাশাপাশি দেশের অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, সেটি সত্যি প্রশংসনীয়। নির্দলীয়ভাবে আরো অনেক বেশি প্রবাসীদের কথা, দেশের কথা প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে তুলে ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।