বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ কুয়েতে

Looks like you've blocked notifications!
কুয়েতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সভার আয়োজন করে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি। ছবি : এনটিভি

কিছু অসাধু সরকারি কর্মকর্তার ব্যক্তি আক্রোশের কারণে বাংলাদেশে সাংবাদিক নির্যাতন, দুর্বৃত্তের হাতে খুন বেড়েই চলেছে। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের নামে সাংবাদিক নির্যাতন হচ্ছে। এর সঠিক বিচার না হলে আগামীতে দেশে অপরাধের প্রবণতা আরো বাড়বে।

এক প্রতিবাদ সভায় উল্লিখিত মত দেন কুয়েতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কুয়েতে সক্রিয় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে  এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে ‘মিথ্যা মামলা’য় নির্যাতন, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলা, এটিএন নিউজের দুই সাংবাদিককে পুলিশ কর্তৃক নির্যাতনের ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দেন। তাঁরা সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব, আবু সাদেক রিপন, মাহমুদুর রহমান, আবদুল হাই ভূঁইয়া, শাহী এমরান সিকদার, সংগঠক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, মোহাম্মদ মুসা, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর কুয়েত শাখার সভাপতি আনিসুল হক সুমন, কবি মোহাম্মদ আনিসুর রহমান মিলন প্রমুখ।