মাতৃভাষা দিবস উপলক্ষে মক্কায় আলোচনা সভা

Looks like you've blocked notifications!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি আরবের মক্কায় আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি

মহান ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি আরবের মক্কায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মক্কার মিসফালার একটি হোটেলে আওয়ামী পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

মক্কা মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি সফিউল আলম মনির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিশ্বের প্রায় ছয় হাজার ভাষাভাষীর মানুষের মধ্যে বাংলা ভাষা দশম স্থানে রয়েছে। এই গৌরবের ভাষা প্রতিষ্ঠিত করতে অনেক তাজা প্রাণ, আন্দোলন, সংগ্রাম ও রাজপথ রক্ত রঞ্জিত হয়েছে। যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পেয়েছে মাতৃভাষা বাংলা তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আর বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মক্কা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হারুন খান, মক্কা আওয়ামী লীগ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক, আবু তৈয়বসহ অন্য নেতারা।