রিয়াদে তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস পালিত

Looks like you've blocked notifications!
সৌদি আরবের রিয়াদে গত শনিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। ছবি : এনটিভি

সৌদি আরবের রিয়াদে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ-জাপা ও মইন-ফখরুদ্দীনের অনুসারীরা দল বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সব ধরনের ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। এ ছাড়া তৃণমূল থেকে জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে বিএনপিকে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি নেতারা।

বক্তারা বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করবে তাদের প্রতিহত করা হবে। সভায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদ সৌদি আরব শাখার সভাপতি এবং পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। এতে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ রুহুল আমিন বাবুল।

পরিষদের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম গাজীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চলের সাংগঠনিক সমন্বয়কারী আবদুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন ফরাজী, সহসভাপতি হাবিবুর রহমান জাফর, প্রবাসী চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাকের, বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চলের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দীন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মনির উদ্দীন মিয়াজী, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মো. শাহজান, জাসাসের কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ রেজভী, পূর্বাঞ্চল যুবদলের সাংগঠনিক সম্পাদক মুজাফফর আহম্মেদ প্রমুখ।

সভা শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।