রিয়াদে এসএসসি পরীক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

Looks like you've blocked notifications!
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে রিয়াদের নূরমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শত শত প্রবাসী অভিভাবকও অংশ নেন। 

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে গিয়ে নিজ নিজ ক্রেস্ট গ্রহণ করেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ বদরুল আলমের সভাপতিত্বে ও সমাজসেবী ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব সরওয়ার আলম ও আবদুর রাজ্জাক।  

এ সময় শ্রম সচিব সরওয়ার আলম বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষার মর্যাদা ও এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি তুলে ধরতে হবে। সবাই মিলে এ কাজে এগিয়ে আসতে হবে।

শ্রম সচিব বলেন, খুব শিগগির বিদ্যালয়টি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার শিক্ষার বিষয়ে বেশ আন্তরিক ও সচেষ্ট।

বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।