মক্কায় বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা সভা
সৌদি আরবের মক্কায় ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ শীর্ষক আলোচনা সভা করেছে মক্কা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগ। মক্কার একটি কমিউনিটি সেন্টারে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মক্কা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
মক্কা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আখতারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা নেজাম উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য দেন মক্কা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি আবছার কামাল, বীর মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, রুস্তম আলী চৌধুরী, আনোয়ার জাহান, মুজিবুর রহমান, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর ও সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ সেলিম, মক্কা আওয়ামী পরিষদের সভাপতি গোলাম মোস্তফা, হাসান মিনু, আজিজ মুজিবুল্লাহ, আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, বিগত চার বছরে কক্সবাজার ও রামুতে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে এই জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠাতা করে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাই দেশে ও প্রবাসীদের এক সঙ্গে কাজ করতে হবে।
পরে দেশ ও জাতির কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। সভায় মক্কা আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।