মক্কায় বঙ্গবন্ধু পরিষদের সংবর্ধনা ও আলোচনা সভা
সৌদি আরবের মক্কায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও কক্সবাজার সদর আসনের সংসদ সদস্যের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা করেছে মক্কা মহানগর বঙ্গবন্ধু পরিষদ।
মক্কা নগরীর সরাইয়ায় একটি কমিউনিটি সেন্টারে গত ২১ মে রাত ১১টায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মাস্টার ও রাসেদ লতিফের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বিশেষ অতিথি ছিলেন মার্শাল কবির পান্নু, ইসমাঈল হোসেন ও আহসান হাবিব। প্রধান বক্তা ছিলেন আবুল কালাম আজাদ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
বক্তব্য দেন সবুজ, শাহাব উদ্দিন মিন্টু, মাহবুবুল হক সান, ডা. সেলিম, মাইনুউদ্দিন, বাহাদুর, সাইফুল, শুক্কুর, কপিল উদ্দিন, ইদ্রিছ ও আকবর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাই দেশে ও প্রবাসীদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ‘২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করব ইনশাল্লাহ।’
পরে দেশ ও জাতির কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। সভায় মক্কা ও জেদ্দার আওয়ামী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।