রিয়াদে প্রিন্স কফি ও ফাস্টফুডের যাত্রা শুরু
সৌদি আরবের রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত হারা এলাকায় বাংলাদেশি মালিকানায় প্রিন্স কফি ও ফাস্টফুডের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ফিতা কেটে এর উদ্বোধন ঘোষণা করেন রিয়াদে বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউল করিম, সৌদি আরবে বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাপ্তান হোসেন।
রিয়াদের প্রবাসী মাসুদ রানা, শহীদুল ইসলাম, মো. সাগর পাটওয়ারী ও আবদুল হাসিব মো. মহিউদ্দীন উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় প্রবাসী সাংবাদিক ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, রিয়াদের বিখ্যাত আরব নিউজের ফটো সাংবাদিক ও প্রবাসী সাংবাদিক ফোরামের আরেক প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেনসহ রিয়াদ কমিউনিটির সিনিয়র প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রিন্স কফি ও ফাস্টফুডের বাংলাদেশি পরিচালকরা।