স্পেনে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গঠনের পরিকল্পনা

Looks like you've blocked notifications!

গত ৬ জুলাই ‘ইউনিভার্সিটি অ্যালামনাই অব বাংলাদেশ ইন স্পেন’ গঠনের লক্ষ্যে এক সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় স্পেনে।

সভায় উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাখাওয়াত হোসেন, মো. রিজভী আলম, তারিক হোসেন, দূতাবাসের কমার্স কউন্সিলর নাভিদ শাফিউল্লাহ, লেবার কাউন্সিলর শরিফুল ইসলাম, জাকির হুসেন, সারওয়ার হুসেন রাসেল, শাহিদ রাজ্জাক, বায়জিদ হুসেন, সানাউল হক, কামাল হুসেন, নাসরিন সুলতানা প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাখাওয়াত হোসেনকে সভাপতি, মো. রিজভী আলমকে সাধারণ সম্পাদক এবং তারিক হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

‘ইউনিভার্সিটি অ্যালামনাই অব বাংলাদেশ ইন স্পেন’-এর উদ্যোগে বৃহৎ আকারে একটি সম্মেলন করা হবে বলে জানান উদ্যোক্তারা।