সৌদিতে হজে গিয়ে আরো ৩ বাংলাদেশির মৃত্যু

Looks like you've blocked notifications!
সৌদি আরবে হজ করতে গিয়ে গত তিনদিনে তিন বাংলাদেশির মৃত্যু হয়। ছবি : সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে আরো তিন বাংলাদেশির। এ নিয়ে চলতি বছরে হজে গিয়ে ১২ বাংলাদেশির মৃত্যু হলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় এই তিনজনের মৃত্যু হয়।

ওই তিন হজযাত্রী হলেন মো. আবু জাফর (৬১), শরিফা বেগম (৫৬) ও আবুল কাসেম মোহাম্মদ শাহজাহান (৬১)।

মদিনায় হজ কর্মকর্তা এ কে এম শহীদুল্লাহ জানান, শনিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আবু জাফরের। তাঁর পাসপোর্ট নম্বর বিএল ০৯৩০৮১৭। আর হজযাত্রী নম্বর ০০৯৮২৩৫।

শুক্রবার সকালে মক্কায় শরিফা বেগমের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সভাপতি আবুল কাসেম মোহাম্মদ শাহজাহানের মৃত্যু হয়।

মক্কায় বাংলাদেশ হজ অফিসে কর্মরত কাউন্সিলর জহিরুল ইসলাম জানান, ঢাকার আশকোনার দক্ষিণখানের বাসিন্দা শরিফা বেগমের পাসপোর্ট নম্বর বিএম ০৬৮৬৫৭১। আর হজযাত্রী নম্বর ০৭৯৩০৩৮।

জহিরুল ইসলাম আরো জানান, খেলাফত মজলিসের নেতা আবুল কাসেম মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে মারা যান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দার পাসপোর্ট নম্বর বিএম ০৬৬৮৯৪৯; আর হজযাত্রী নম্বর ১০৬৪০৭৬।

চলতি বছরের ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয়। এর পর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৬ হাজার ২৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।