মালয়েশিয়ায় কোটি টাকার মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ায় গত সোমবার প্রায় দুই কোটি টাকার ১৫০ কেজি মাদকসহ (মেথামফেটামিন) সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ছবি : নিউ স্ট্রেইটস টাইমস

মালয়েশিয়ায় প্রায় দুই কোটি টাকার ১৫০ কেজি মাদকসহ (মেথামফেটামিন) সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সময় গত সোমবার মালয়েশিয়ার সেরি কেমবানগান এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ছাড়াও একজন নেপাল ও একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছে।

সোমবারের ওই অভিযান চালায় মালয়েশিয়ার কাস্টমস অধিদপ্তর। অভিযানের সময় সেরি কেমবানগান এলাকায় ছয় শ্রমিককে একটি গুদামে কাজ করতে দেখেন তারা।

ওই শ্রমিকরা একটি কন্টেইনার থেকে মাদক ভর্তি বস্তাগুলো বের করছিলেন। বস্তাগুলো খোলার পরেই সেগুলোর ভেতর মাদকদ্রব্য দেখতে পান কর্মকর্তারা। সে সময় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে থাকা আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই গুদামে সাতশর বেশি বস্তা ছিল বলে জানিয়েছে কাস্টমস অধিদপ্তর। তবে ওই বস্তাগুলোতে কী ছিল তা জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ‘ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২’-এর ৩৯বি সেকশনের অধীনে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।