গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ হতে হবে : আমীর খসরু

Looks like you've blocked notifications!
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোমবার একটি হোটেলে আমিরাত বিএনপির অভিষেক ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা। ছবি : এনটিভি​

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্থানীয় সময় সোমবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে একটি হোটেলে আমিরাত বিএনপির অভিষেক ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এই মন্তব্য করেন।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতায় পাঁচ বছরের বেশি সময় ধরে আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এটি আবার চালুর ব্যবস্থা করা হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরাত বিএনপির সাধারণ  সম্পাদক আবদুস সালাম।

সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, ব্যারিস্টার মীর হেলাল, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, আমিরাত বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা মাহমুদ, প্রকৌশলী মাহে আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তব্য শেষে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।