অনূর্ধ্ব ১৯ ইয়ুথ এশিয়া কাপ ২০১৭

নেপালের বিরুদ্ধে বাংলাদেশের জয়

Looks like you've blocked notifications!

অনূর্ধ্ব ১৯ ইয়ুথ এশিয়া কাপ ২০১৭-এ নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।

আজ শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই আসরে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। ৪০ ওভার ১ বলে ৬ ইউকেট হারিয়ে নেপাল ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল ১৮১ রান করে রোমাঞ্চকর জয় উপহার দেয়।

গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। 

ম্যাচের ১৩তম ওভার চলাকালে দলীয় ৪৭ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। ২১তম ওভারে দ্বিতীয়, ১০৪ রানের মাথায় ২৭তম ওভারে তৃতীয়, ৩২তম ওভারে চতুর্থ, ৩৩তম ওভারে পঞ্চম উইকেটের পতন হয়।

এ সময় জয়ের আশা কেবল ফিকে হয়ে যাচ্ছিল বাংলাদেশের। তবে পঞ্চম উইকেটে মাহিদুল ইসলাম ও আফিফ হোসাইনের দুর্দান্ত ৪৮ রানের জুটি বাংলাদেশকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছে নাঈম হাসান৷

নির্ধারিত ওভার শেষ হওয়ার ১ বল বাকি থাকতেই হাতে ২ উইকেট রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল৷ আফিফ হোসেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেয়।

এর আগে টসে জিতে বল করার সিদ্ধান নেয় বাংলাদেশ৷ গ্রুপ পর্বের এটিই বাংলাদেশের প্রথম খেলা ৷ বৃষ্টি বিড়ম্বনায় নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টার খেলা মাঠে গড়ায় বেলা ১১টার পর।

তবে মাঠ পরিদর্শন শেষে ৫০ ওভার থেকে ৭ ওভার কমিয়ে ৪৩ ওভারে খেলার সিদ্ধান্ত নেন আম্পায়ার৷

গ্রুপের তৃতীয় ও বাংলাদেশের দ্বিতীয় খেলায় আগামী সোমবার মালয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ৷