তিনদিনের সফরে মালয়েশিয়ায় শিল্পমন্ত্রী

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ায় সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংর্বধনা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। ছবি : এনটিভি

ইকোনোমি টাইমস এশিয়া ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে মালয়েশিয়ায় গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।  

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোরে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। এ সময় তাঁকে স্বাগত জানান দেশটিতে কর্মরত বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল মণ্ডল। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতারা।  

এরপর গত সন্ধ্যায় টুইন টাওয়ার সংলগ্ন মান্দারিন ওরিয়েন্টাল হোটেলের লবিতে শিল্পমন্ত্রীকে  সংবর্ধনা দেয় মালয়েশিয়া আওয়ামী লীগ। এ সময় প্রবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শিল্পমন্ত্রী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানান। তিনি মালয়েশিয়ায় বসবাস করা বাংলাদেশিদের খোঁজখবরও নেন।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সহসভাপতি আবদুল করিম, কাইয়ুম সরকার, দাতু আক্তার, আক্তার হোসেন গাজী,  শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, তারিকুজ্জামান মিতুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে আমির হোসেন আমুর।  সেখানে একুশতম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি।