সিডনিতে ‘আমাদের প্রাণের বিজয় মেলা’

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল আমাদের প্রাণের বিজয় মেলা-২০১৭ নামের অনুষ্ঠান। ছবি : এনটিভি

‘শতফুল প্রস্ফুটিত হোক’ স্লোগানকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো ‘আমাদের প্রাণের বিজয় মেলা-২০১৭’।

গত ১৬ ডিসেম্বর সিডনির নীপবন পল্লী এবং নীপবন পল্লী গ্লোবাল নামে চিকিৎসকদের দুটি সংগঠন এই মেলার আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় সংগীত। এরপর ‘এসো পুষ্পিত পল্লবে এসো শাপলা শালুক ঝিলে’ এই গানের মধ্য দিয়ে শাপলা ভরা মাছের পুকুর, আদিগন্ত সবুজ মাঠ আর ছায়া ঢাকা পল্লী পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিডনির পিট টাউনের নীপবন পল্লীতে শুরু হয় এই আয়োজন। বিজয়ের এ আনন্দ আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় একাত্তরের বীর শহীদদের।

অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি তরুণ প্রজন্ম উপস্থাপন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। 

নিজেদের শেকড়কে জানার ইচ্ছা এবং দেশীয় সংস্কৃতিকে চর্চা করার ইচ্ছে নিয়েই রবীন্দ্রনাথের ‘নীপবন’ এবং জসিমউদদীন আর হুমায়ূন আহমেদের ‘পল্লী’ এই শব্দ দুটি থেকেই এর নামকরণের ধারণা নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। বিভিন্ন পেশার ৪৯টি পরিবার মিলে একটি বাড়ি কিনে ২০১৫ সালে তৈরি হয় এই পল্লী। 

পাঁচ একর জমি, একটি বাড়ি এবং দুটি পুকুরঘেরা মনোরম এই স্থানে একটি সাংস্কৃতিক বলয় তৈরির পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। আর এরই ধারাবাহিকতায় এ বছর আয়োজন করা হলো এই বিজয় মেলা।